শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টার দিকে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদীর আমতলী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ মোঃ রফিকুল ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৭ লাখ টাকা।ধৃত মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম সদর উপজেলার জঙ্গলদী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ান তরফদার সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী আমতলী গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।এসময় মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশী করে এবং বসত ঘরের বিছানার নিচ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এছাড়াও হেরোইন বিক্রির ৬ হাজার ১০০ টাকা জব্দ করে ওই অভিযানিক দল।উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে ৭০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির ৬ হাজার ১০০ টাকাসহ গ্রেফতারের বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এনামুল হক সত্যতা নিশ্চিত করেছেন।ধৃত মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।