1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ । মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হামিদুর রহমান:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৩২ বার পড়েছে

সারাদেশের ন্যায় শেরপুরে “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হওয়ায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে এবং এগিয়ে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের নারীদের সব ক্ষেত্রে অংশ গ্রহণ করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

তবেই দেশ ও জাতির সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

আলোচনা সভা শেষে জেলা ও সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ১০ জন জয়িতাদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ক্রেস্ট তুলে দেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অবদান রাখায় নালিতাবাড়ী পৌরসভার মোঃ আব্দুস সাত্তারের মেয়ে আফরোজা আক্তার সুমি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য
অর্জনকারী নারী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মৃত শ্রীদাম দিও এর মেয়ে শ্যামা রাকসাম, সফল জননী নারী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের মোঃ হারেজ আলীর স্ত্রী ফরিদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নূতন উদ্যমে জীবন শুরু করায় নালিতাবাড়ী পৌরসভার অনোয়ার হোসেনের মেয়ে আবিদা সুলতানা আল্পনা, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড়া আব্দুল মিয়ার
মেয়ে (হিজড়া) নিশি সরকার।

সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অবদান রাখায় শেরপুর পৌরসভার দক্ষিণ বাগরাকসা মহল্লার মোঃ হাবিবুর রহমানের মেয়ে মোছাঃ আরমিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শেরপুর পৌরসভার গৃর্দ্দানারায়ণপুর মহল্লার আফতাব উদ্দিন পাঠান এর মেয়ে শরিফুন নাহার শম্পা, সফল জননী নারী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের মোঃ হারেজ আলীর স্ত্রী ফরিদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সদর উপজেলার কুমরী কাটাজান গ্রামের শামছুল হকের মেয়ে কাজলী, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড়া আব্দুল মিয়ার মেয়ে (হিজড়া) নিশি সরকার।

ক্রেস্ট প্রদানকালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীও সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লায় মহিলা অধিদপ্তর বিষয়ক সংলগ্ন আইজিএ প্রকল্পের সেলস্ধসঢ়; ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লার এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ও বিশেষ অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD