1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শেরপুরে নিখোঁজের ১৮দিন পর ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মাথাবিহীন লাশ উদ্ধার
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরে নিখোঁজের ১৮দিন পর ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মাথাবিহীন লাশ উদ্ধার

মোঃ হামিদুর রহমান :
  • প্রকাশিত: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়েছে
শেরপুরে নিখোঁজের ১৮দিন পর ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মাথাবিহীন লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের ১৮দিন পর ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মাথাবিহীন লাশ উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে নিখোঁজের ১৮ দিন পর পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী রুবেল মিয়া (১৭) এর লাশ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।রুবেল মিয়া ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের মোঃ নুরুল হকের ছেলে।

পুলিশ ও রুবেল মিয়ার পরিবার সূত্রে জানা গেছে,১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীতে কাউকে না বলে বের হয়ে যায়।পরে মোবাইল ফোনে অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করে না পাওয়ায় তাকে অনেক খোঁজাখুজি করি।অবশেষে না পেয়ে তার পিতা মোঃ নুরুল হক গত ২৫ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঝিনাইগাতী থানায় একটি হারানো জিডি করেন।ঝিনাইগাতী থানার জিডি নং- ১০৩২।

অপরদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজার থেকে বালিয়াচন্ডি গামী কাঁচা সড়কের পূর্ব পার্শ্বে জনৈক শাহাজ উদ্দিন মাষ্টার এর কচুরিপানার ডোবায় এলাকার লোকজন মাছ ধরতে গিয়ে সেখানে একটি গলিত লাশ দেখতে পায়।

এলাকার লোকজন থানায় খবর দিলে ঝিনাইগাতী থানা পুলিশ সেখানে গিয়ে মাথা বিহীন একটি গলিত লাশ উদ্ধার করে।পরে রুবেলের পরিবারের আত্মীয়-স্বজন লাশ সনাক্ত করে জানান লাশটি রুবেল মিয়ার।পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন,ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।তবে কেউ তাকে হত্যা করে বিলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় মামলা ঝিনাইগাতী থানায় প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD