শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ মান্নান মিয়া চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত. মোবারক আলী ওরফে সুজার ছেলে মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষ মোঃ রয়েল মিয়া গংদের ফাঁসাতে মোঃ মান্নান মিয়া সি.আর আমলী আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৭, তাং- ২/১২/২০২১খ্রি:।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতানীপাড়া গ্রামের মোঃ মান্নান মিয়ার সাথে প্রতিবেশী নিজপাড়া গ্রামের মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মোঃ মান্নান মিয়া ২ ডিসেম্বর মিথ্যা মামলায় ফাঁসাতে মোঃ রয়েল মিয়া (৩৫), তার ছোট ভাই ঢাকায় কর্মরত পনির মিয়া (৩০), মোঃ গফুরের ছেলে মোঃ মিলন মিয়া (৩৫), বাবা মোঃ গফুর মিয়া (৫৫), মোছাঃ মাখনা বেগম (৪৫), মোঃ রয়েল মিয়ার স্ত্রী মোছাঃ সালমা বেগম (২২) সহ ৭ জনকে আসামী করে আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। এদিকে মোঃ রয়েল মিয়ার ছোট ভাই ঢাকায় চাকুরীতে কর্মরত থাকলেও হীন স্বার্থ চরিতার্থ করতে তাকেও ওই মামলায় আসামী করেছে। এতেই প্রতীয়মান হয় মামলাটি সাজানো। মামলা দায়েরের পর ওইদিন আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
এ মামলার ঘটনায় ২১ ডিসেম্বর চরশেরপুর নিজপাড়া গ্রামে একদল সংবাদকর্মী এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারেন, মামলার বাদী একজন মামলাবাজ এবং বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় হয়রানী করতে বেশ কয়েকটি মামলা করেছেন বলে তারা এমনটাই অভিযোগ করেন।
এব্যাপারে ভুক্তভোগী মোঃ রয়েল মিয়া ও তার পরিবার মোঃ মান্নান মিয়া কর্তৃক মিথ্যা ও হয়রানী মামলা থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।