1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানী
বাংলাদেশ । বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
সিলেটে টানা কয়েক দিনের তীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিং পুলিশের লুট হওয়া ০১টি পিস্তলসহ; গ্রেফতার ০১ ঝালকাঠিতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৩ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার সিলেটে যৌথবাহিনীর অ্যাকশন শুরু; লাপাত্তা অস্ত্রধারীরা সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা শিক্ষকদের হেনস্থা ও জোরপূর্বক অপসারণ বন্ধের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের সমাবেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সিলেট সীমান্তে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ সিলেট শহর জুড়ে আবারও ছয়লাভ নিবন্ধন ছাড়া অবৈধ অটোরিক্সা সিএনজি ভারতে পাচারকালে তাহিরপুর সীমান্তে ইলিশের চালান জব্দ!

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানী

হামিদুর রহমান:
  • প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫ বার পড়েছে

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ মান্নান মিয়া চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত. মোবারক আলী ওরফে সুজার ছেলে মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষ মোঃ রয়েল মিয়া গংদের ফাঁসাতে মোঃ মান্নান মিয়া সি.আর আমলী আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৭, তাং- ২/১২/২০২১খ্রি:।

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতানীপাড়া গ্রামের মোঃ মান্নান মিয়ার সাথে প্রতিবেশী নিজপাড়া গ্রামের মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মোঃ মান্নান মিয়া ২ ডিসেম্বর মিথ্যা মামলায় ফাঁসাতে মোঃ রয়েল মিয়া (৩৫), তার ছোট ভাই ঢাকায় কর্মরত পনির মিয়া (৩০), মোঃ গফুরের ছেলে মোঃ মিলন মিয়া (৩৫), বাবা মোঃ গফুর মিয়া (৫৫), মোছাঃ মাখনা বেগম (৪৫), মোঃ রয়েল মিয়ার স্ত্রী মোছাঃ সালমা বেগম (২২) সহ ৭ জনকে আসামী করে আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। এদিকে মোঃ রয়েল মিয়ার ছোট ভাই ঢাকায় চাকুরীতে কর্মরত থাকলেও হীন স্বার্থ চরিতার্থ করতে তাকেও ওই মামলায় আসামী করেছে। এতেই প্রতীয়মান হয় মামলাটি সাজানো। মামলা দায়েরের পর ওইদিন আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

এ মামলার ঘটনায় ২১ ডিসেম্বর চরশেরপুর নিজপাড়া গ্রামে একদল সংবাদকর্মী এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারেন, মামলার বাদী একজন মামলাবাজ এবং বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় হয়রানী করতে বেশ কয়েকটি মামলা করেছেন বলে তারা এমনটাই অভিযোগ করেন।

এব্যাপারে ভুক্তভোগী মোঃ রয়েল মিয়া ও তার পরিবার মোঃ মান্নান মিয়া কর্তৃক মিথ্যা ও হয়রানী মামলা থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD