1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানী
বাংলাদেশ । শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি মৌলভীবাজারে কাঁচাবাজার সহ নিত্য পন্যের দাম অস্থিতীশীল। কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন কোটা সমাধানের দাবিতে ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভসহ সমাবেশ কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সৈয়দপুর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সারাদেশে আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে উত্তাল ইবি বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সৈয়দপুরে বৃষ্টির পানিতে বন্দি ভুক্তভোগিদের সড়ক অবরোধ গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলায় হয়রানী

হামিদুর রহমান:
  • প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৪ বার পড়েছে

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ মান্নান মিয়া চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত. মোবারক আলী ওরফে সুজার ছেলে মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষ মোঃ রয়েল মিয়া গংদের ফাঁসাতে মোঃ মান্নান মিয়া সি.আর আমলী আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৭, তাং- ২/১২/২০২১খ্রি:।

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতানীপাড়া গ্রামের মোঃ মান্নান মিয়ার সাথে প্রতিবেশী নিজপাড়া গ্রামের মোঃ রয়েল মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মোঃ মান্নান মিয়া ২ ডিসেম্বর মিথ্যা মামলায় ফাঁসাতে মোঃ রয়েল মিয়া (৩৫), তার ছোট ভাই ঢাকায় কর্মরত পনির মিয়া (৩০), মোঃ গফুরের ছেলে মোঃ মিলন মিয়া (৩৫), বাবা মোঃ গফুর মিয়া (৫৫), মোছাঃ মাখনা বেগম (৪৫), মোঃ রয়েল মিয়ার স্ত্রী মোছাঃ সালমা বেগম (২২) সহ ৭ জনকে আসামী করে আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। এদিকে মোঃ রয়েল মিয়ার ছোট ভাই ঢাকায় চাকুরীতে কর্মরত থাকলেও হীন স্বার্থ চরিতার্থ করতে তাকেও ওই মামলায় আসামী করেছে। এতেই প্রতীয়মান হয় মামলাটি সাজানো। মামলা দায়েরের পর ওইদিন আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

এ মামলার ঘটনায় ২১ ডিসেম্বর চরশেরপুর নিজপাড়া গ্রামে একদল সংবাদকর্মী এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারেন, মামলার বাদী একজন মামলাবাজ এবং বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় হয়রানী করতে বেশ কয়েকটি মামলা করেছেন বলে তারা এমনটাই অভিযোগ করেন।

এব্যাপারে ভুক্তভোগী মোঃ রয়েল মিয়া ও তার পরিবার মোঃ মান্নান মিয়া কর্তৃক মিথ্যা ও হয়রানী মামলা থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD