লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গাঁজা বিক্রির দায়ে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সাজা প্রাপ্তরা, হলেন-উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার মৃত মোবারকের ছেলে আমির হোসেন (৩৪) ও তার স্ত্রী ববিতা খাতুন (৩০)। তাদের মধ্যে আমির হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং ববিতাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৪ আগস্ট) আদিতমারী উপজেলার সবদল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।এবিষয়ে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, আমির ও ববিতা দম্পতি নিজেদের বাড়িতে গাঁজা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করানো হয়।
এ সময় তার বাড়িতে তল্লাশিতে তিনশ’ গ্রাম গাঁজাসহ আমির-ববিতা নামে দম্পতিকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ জেল-জরিমানা করা হয়।এবং আমির হোসেনকে ৬ মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানা করা হয় ও তার স্ত্রী ববিতাকে তিন মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ কৃত গাঁজা পুড়িয়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামীদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।