1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
লালমনিরহাটের কালীগঞ্জে জমি বিরোধের সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই খুন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটের কালীগঞ্জে জমি বিরোধের সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ শাহীন আলম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৪ বার পড়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত আবুল কালাম ঐ উপজেলার বৈরাতী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।মঙ্গলবার (২৭জুলাই) সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে জমি নিয়ে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলীসহ তার লোক জন হামলা করে।

এক পর্যায়ে মেহের আলী,আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে তাকে গুরুতর আহত করেন,পরে স্হানীয়রা গুরুতর আহত অবস্থা আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয় স্থানীয়রা জানায়,উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত মহির উদ্দিন ছেলে মেহের আলী (৫৫),গংদের সাথে বিরোধ চলছিল আপন চাচাতো ভাই আবুল কালাম আজাদের এরই একপর্যায় ২৭ জুলাই মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলীসহ তার লোকজন আবুল কালাম আজাদের হামলা করে এলোপাতাড়ি কিলঘুষি মারে।

এক পর্যায়ে মেহের আলী আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে তাকে গুরুতর আহত করেন।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান,হাসপাতালে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।ঘটনার পর নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে ছয় জনের নামে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে মামলা করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন দৈনিক কালজয়ীকে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় হত্যামামলা হয়েছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD