আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেশব্যাপী অনুষ্ঠিত হয় এই রথযাত্রা উৎসব।
শুক্রবার (১জুলাই) লাকসাম জগন্নাথ মন্দিরে ভক্তদের জনসমুদ্রে পরিণত হয়। জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামকে চাক্ষুস করে রথের রশিতে টান দিতে পাইলট স্কুল মাঠে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন এই শ্রীক্ষেত্রে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিন থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এই রথযাত্রা ঘিরে রয়েছে নানা আয়োজন।
রথযাত্রা উৎসবে উপস্হিত ছিলেন,লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা মতিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) পড়শী সাহা,লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া,জগন্নাথ মন্দির কমিটির সভাপতি রনজিৎ রায় চৌধুরী,সেক্রেটারী অরবিন্দু সাহা,পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি দূর্জয় সাহা,
সহ-সভাপতি পার্থ রায় চৌধুরী,প্রবীর সাহা, প্রতুল সাহা,রতন বনিক,অমূল্য বনিক,উত্তম সাহা বাচ্চু,নিমাই সাহা প্রমূখ।