1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
রূপগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
বাংলাদেশ । মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ ।। ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রূপগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

ফয়সাল আহমেদ :
  • প্রকাশিত: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পড়েছে

রূপগঞ্জে ৩৫ কেজি ওজনের সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ। র‌্যাব এ ব্যাপারে গ্রেপ্তারকৃত তিনজনকে আসামি করে পুরাকীর্তি আইন ২৩ এর ৩ নং ধারায় মামলা দায়ের করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত (৬ আগস্ট) শুক্রবার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা এলাকায় র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দুপুর ২টার দিকে তারা খবর পান গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে কয়েকজন কষ্টিপাথরের মূর্তি চোরালানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এসময় র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি দৈর্ঘ্যের ৩৫.৪ কেজি ওজনের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা কষ্টিপাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ র‌্যাব-১ তিনজনকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD