বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান হত্যার অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় ৪ জনকে এজাহারনামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে গিয়াস উদ্দিন। এজাহারনামীয় আসামীরা হল ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত গনি মাষ্টারের ছেলে মোঃ কামাল পাশা (৪৫), তার ভাই মোঃ আবু হাছনাত বাবু (৩৫), তার আরেক ভাই মোঃ আনিছুর রহমান ইকবাল ও তার ছেলে মোঃ বিদান (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন। মামলা নাম্বার ১৪ তারিখ ১৩/১/২২।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, নিহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের হত্যাকারী অভিযুক্ত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সকালে জমির আইল মেরামতকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭০) কে মারধর করে এবং গলাটিপে হত্যা করে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ ওঠে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের ময়নাতদন্ত শেষে গতকাল ১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে কান্দুঘর মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে তার পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা, নবনির্বাচিত মাধুপপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মাস্টার, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দলসহ এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিয়ান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।