রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে সর্বমোট ২০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ২০জনকে গ্রেফতার করেছে।মাদক মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয় হয়।এরা হল পারভেজ মোশারফ,মোঃ আসিফ মিয়া,মোঃ রিয়াজ,রুহান হোসেন,মোঃ আতাউর রহমান,মোঃ কাওছার,হুয়ামূন কবির,আতিকুল ইসলাম মিঠুন,মোঃ মিন্টু মিয়া।এদের কাছ থেকে পুলিশ ১৪ বোতল বিদেশী মদ,২৭ পুরিয়া হেরোইন,২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করে।এ ছাড়া নিয়মিত মামলায় অন্যানদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ দৈনিক কালজয়ী জানান,আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ।এরই ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে এবং রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।