মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপি ইছবপুর মাঝরগাও থেকে এক বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়।উদ্ধার করা অজগরটি গ্ৰামের সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতির শিকার হয়।তোমধ্যে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের সজল দেব অজগর সাপটি উদ্ধার করেন।
অজগর সাপটি ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির।রবিবার (১২ই সেপ্টেম্বর) দুপুর ১টায় লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে বিশাল অজগর সাপটি অবমুক্ত করা হয়।অবমুক্ত করেন বিট কমকর্তা আনিসুজ্জামান,বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল,ফরেস্ট অফিসের অন্যান্য কর্মকর্তারা।