কুমিল্লার মুরাদনগরে হারুনুর রশীদ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা সদরের আল্লাহু চত্বরের পাশে গোমতী মার্কেটে ওই কার্যালয় উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরীফুল ইসলাম, জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, উপজেলা কৃষকলীগ সদস্য মোহাম্মদ হাসান প্রমূখ।
জানা যায়, স্থানীয় সাংসদ আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র পিতা সাবেক এমপি প্রয়াত হারুনুর রশীদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি মানবতার সেবায় কাজ করে আসছে ২০১৯ সাল থেকে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা-ঔষধ, অসহায় কৃষকদের বিনামুল্যে সার বিতরণ, ধানকাটার হারভেস্টার মেশিন, করোনাকালে রোগিদের বহনের জন্য এ্যম্বুলেন্স সেবা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটি। তাছাড়া এখনও কোন অসহায় দারিদ্র পরিবার এ ফাউন্ডেশনের স্মরনাপন্ন হলে তাকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন তারা। শিক্ষা খাতেও বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা চালু করে শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছেন। করোনায় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় মাসব্যাপি খাদ্যের ব্যবস্থা করে অসাধারণ ভূমিকা পালন করেছেন ওই ফাউন্ডেশন। স্থানীয় সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে এ ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে।