মুন্সীগঞ্জে ১২ কেজি আইস, ১লাখ পিস ইয়াবা, ৩ শতাধিক বার্মীজ ইনজেকশন ও ২ টি বিদেশী পিস্তল সহ ৫ জনকে আটক করেছে র্যাব-১৫ । গতকাল ৩ মার্চ বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে এসব উদ্ধার করে র্যাব। ভয়াবহ আইস মাদকের সবচেয়ে বড় চালান এটি।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকায় র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করে।
তিনি আরো জানান, প্রতিবেশী দেশ মায়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিলো। সোনাদিয়া ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়া প্রান্তে থেকে ৫ জনকে আটক ও এসব মাদক জব্দ করা হয়। তিনি জানান, জব্দকৃত আইসের মূল্য ৫০ কোটি টাকার বেশি। এ যাবৎকালের সবচেয়ে বড় আইসের চালান এটি।