1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মিথ্যে মামলায় আসামী করায় হার্ট অ্যাটাকে মৃত্যু
বাংলাদেশ । মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ ।। ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
ব্রেকিং নিউজ
সড়ক পথে প্রতিদিন ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে নারীকে গলা কেটে হত্যাচেষ্টা হামলাকারী গ্রেফতার শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা জরুরি : সেতু সচিব চৌদ্দগ্রাম পৌরসভার ৭৬ কোটি টাকার বাজেট ঘোষণা নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার র‍্যাব পরিচয়ে সিএনজি ছিনতাই জিপিএস ট্র্যাকিংয়ে ছিনতাইকারী গ্রেফতার ডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা মিথ্যে মামলায় আসামী করায় হার্ট অ্যাটাকে মৃত্যু

মিথ্যে মামলায় আসামী করায় হার্ট অ্যাটাকে মৃত্যু

শাহজাহান আলী মনন
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়েছে

মিথ্যে মামলায় আসামী করায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের আমজাদের মোড়ে এই আয়োজন করা হয়।

ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লক্ষণপুর জোদদারপাড়ার মোসলেম সরদার পরিবার এই সংবাদ সম্মেলন করেছে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ বসত বাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে এই মিথ্যে মামলা দায়ের করেছে বলে অভিযোগ করা হয়। সম্পূর্ণ প্রতিহিংসা বশত মামলার শিকার হওয়ায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে প্রধান আসামী মোসলেম সরদার (৬০) মারা গেছেন। তাই এই মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে প্রতিবাদ জানান এবং বিচার চান বক্তারা।

বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহিদুল হক বাবলু। তিনি বলেন, দীর্ঘদিন থেকে এলাকার মোসলেম সরদার পরিবার ও বাছান জোদদার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৪ ও ১৫ মে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে মিমাংসায় বসে। উভয় পক্ষের কাগজপত্র দেখে একটা সমাধানে উপনিত হয়। এতে বাছান জোতদারের পরিবার কাগজ অনুযায়ী তাদের দখলে থাকা ২০ শতক জমি সরদার পরিবারকে ফেরত দিতে সম্মত হয়। সে অনুযায়ী একটা খসরা আপসনামা লিখিত হয়। যা পরবর্তীতে জুডিশিয়াল স্টাম্পে লিখিতভাবে অথবা রেজিস্ট্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়। এজন্য এক সপ্তাহ সময় নেয়াও হয়।

কিন্তু তার আগেই গত ১৮ মে মৃত বাছান জোতদারের ছেলে আব্দুল আজিজ ও তার ভাইয়ের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্দুল আজিজ বাদী হয়ে মোসলেম সরদারসহ তার পরিবারের ১৩ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৭ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে।

এর প্রেক্ষিতে পুলিশ অভিযোগটি একতরফা তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করে। এতে মোসলেম সরদার মানসিকভাবে ভেঙে পড়েন। এমতাবস্থায় তিনি ৩ দিন আগে হার্ট অ্যাটাক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং শনিবার সকালে মারা যান। চিকিৎসকের মতে তার কোন শারীরিক রোগ নেই। তিনি টেনশনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মোসলেম সরদার যেখানে ২০ জমি ফেরত পাচ্ছেন, সেখানে তিনি কেন প্রতিপক্ষের বসত বাড়িতে আগুন দিবেন? এটা সম্পূর্ণ মিথ্যে। বরং আব্দুল আজিজরা নিজেরাই আগুন লাগিয়ে তার দোষ চাপিয়েছে। যাতে জমি না দিতে হয় এবং প্রতিপক্ষকে কোনঠাসা করে রাখতে পারে। আমরা অগ্নিসংযোগের ঘটনার সঠিক তদন্ত এবং মিথ্যে মামলা দিয়ে একজন নিরোপরাধ মানুষকে আসামী করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জন্য প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এটা স্পষ্ট হত্যাকান্ড।

এব্যাপারে আব্দুল আজিজ জোতদারের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, মামলা সত্য না মিথ্যা তা তদন্তেই প্রমাণিত হবে। আর কারো স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলাইতো বড় মিথ্যেচার। আমাদের দুই পরিবারের ১০ জনকে পেট্রোল ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অপচেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। এতে সর্বস্ব হারিয়ে আমরা নিঃস্ব। এর সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD