মাদক থেকে দূরে থাকি ক্রীড়াকে আঁকড়ে রাখি শ্লোগাণকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জয়মন্টপ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল প্রিমিয়ার লীগ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।
এসময় ক্লাবের সভাপতি মোঃ মহিদুর রহমানের সভাপতিত্বে ও অ্যাড. মোঃ মোজাফফর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদৎ হোসেন ও বিশেষ অতিথি এবং উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম।
উল্লেখ্য,এবার জয়মন্টপ ফুটবল প্রিমিয়ার লীগে ৬টি দল খেলায় অংশগ্রহণ করছেন।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে জয়মন্টপ কিংস ১১ ও স্বপ্ন ছোঁয়া মানবিক ফাউন্ডেশন।এদিন গোল শূন্য অবস্থায় উদ্বোধনী খেলা শেষ হয়।এ প্রসঙ্গে জয়মন্টপ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুব্রত কুমার নিক্কন বলেন,আমি চাই সুস্থ,সুন্দর ও শিক্ষিত একটি সমাজ।আমাদের যুব সমাজ যাতে বিপথগামী না হয় এ লক্ষ্যে পড়া লেখার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে আজকের এ আয়োজন।আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।