মাদারীপুরের কালকিনিতে করোনা কালিন অসহায় মানুষকে খাদ্য সহায়তার জন্য ৩০থটাকায় চাল ও ১৮থআটায় বিক্রিথর উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার সকালে ও,এম,এসের চাল ও আঁটা বিক্রয় উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১টি ডিলার পয়েন্টের মাধ্যমে এ খাদ্য বিক্রি হবে।
জেলা খাদ্য অফিস সুত্রে জানাযায়, জেলা খাদ্য অধিদপ্তর এর মাধ্যমে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রহস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদানের জন্য মাদারীপুর জেলায় ১১টি পয়েন্টে ৩০থটাকায় চাল ও ১৮থটাকায় আটা বিক্রি শুরু হয়েছে।
আজ সকালে কালকিনি উপজেলায় খাদ্য বিক্রিথর উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এতে প্রত্যেক ক্রেতা ৫থকেজি করে চাল ও ৫ কেজী আটা কিনতে পারবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগামী ৭ই আগষ্ট পর্যন্ত বিক্রয় করা হবে। তবে অবশ্যই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ডিলার পয়েন্ট থেকে তাদের খাদ্য গ্রহন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্মতা মোঃ মেহেদী হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণপদ, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমরাজ কুদ্দুস, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম কিরন, ডিলার দুলাল বেপারী প্রমুখ