মাগুরার শালিখায় মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশনায় শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের তদারকিতে শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লার নেতৃত্বে এএসআই তৌহিদ,এএসআই রিপন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দেবাশিস মন্ডল(২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দিনব্যাপী ছদ্দবেশী অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে শালিখা থানায় একাধিক মামলার আসামী উপজেলার দিঘলগ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের এর পুত্র উজ্জলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটককৃত দেবাশিস মন্ডল উপজেলার দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের পুত্র।
এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।এ ব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।