1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ময়মনসিংহে পুলিশের অভিযানে চুরির ৬টি ল্যাপটপ ১টি সিপিইউ সহ গ্রেফতার ০১
বাংলাদেশ । শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে পুলিশের অভিযানে চুরির ৬টি ল্যাপটপ ১টি সিপিইউ সহ গ্রেফতার ০১

কামরুল হাসান
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৭ বার পড়েছে

ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে কালিবাড়ী প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার সহ ০৬ট এইচ পি ল্যাপটপ ও ০১ টি সিপিইউ উদ্ধার করে পুলিশ।

গত ০৩ মে ২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.১০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষা শেষে কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা লাগিয়ে বরাবরের মতই বাসায় চলে যায়। পরবর্তীতে ০৪ মে ২০২৩ তারিখ সকাল অনুমান ০৯ টা ৩০ মিনিটের সময় স্কুলের পিয়ন রিয়াজ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১নং কক্ষের দরজার তালা কাটা।

তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষককে সংবাদ প্রদান করিলে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১নং কক্ষে প্রবেশ করে দেখে রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং রুমে থাকা ২১টি সরকারী এইচ পি ল্যাপটপ এর মধ্যে হইতে ০৭টি ল্যাপটপ, যার অনুমানিক মূল্য ৫,৬০,০০০/- (পাঁচ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি সিপিইউ, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা নাই। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-০৫ মে ২০২৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয় পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া ও এসআই (নিঃ) মোঃ আলী আকবর  তাদের সহযোগী ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান (২০), পিতা-হাবিব মিয়া ওরফে হবি মিয়া, সাং- কালিবাড়ী গোলকপুর লজ, থানা কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজত হইতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ০৬টি  এইচ পি ল্যাপটপ এবং ০১টি সিপিইউ উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD