ভোলায় করোননায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তের মধ্যে ভোলা সদর উপজেলায় ২৮ জন, দৌলতখান উপজেলায় ৩ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৩ জন, লালমোহন উপজেলায় ৪ জন, তজুমদ্দিন উপজেলায় ১ জন, চরফ্যাশন উপজেলায় ১৬ জন এবং মনপুরা উপজেলায় ৪ জন বাসিন্দা রয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৬ জনে, এখন প্রযন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। ভোলা জেলা সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এখন পর্যন্ত ৩৫ হাজার ৫৯১ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিট অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ১৭ জন। করোনায় আক্রান্ত ৭ হাজার ১৭৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন।
মোট সুস্থতার হার ৯৪.৫ %, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের, এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখান উপজেলায় ৫ জন বোরহানউদ্দিন উপজেলায় ২ জন, লালমোহন উপজেলায় ৫ জন চরফ্যাশন উপজেলায় ৫ জন এবং মনপুরা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ও করোনার উপসর্গ নিয়ে জেলার বাহিরে প্রায় ৯০ জন এর মৃত্যু হয়েছে।