ভোলার চরফ্যাশন উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২২শে জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৪টা প্রর্যন্ত চরফ্যাশন উপজেলার পর্যটন এরিয়া বেতুয়া প্রশান্তি পার্ক, আসলামপুর, মাদ্রাজ হামিদপুর ও জিন্নাগড়ের ফ্যাসনগঞ্জ এলাকায় কুকুরটি কামড়ে শিশুসহ কম পক্ষে ১৩ জন পথচারীকে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুকুরের কামড়ের ভ্যাকসিন দেয়া হয়ে।
কুকুরের কামড়ে আহতরা হলেন- ফ্যাসনগঞ্জের বাসিন্দা মোঃ মিজান (২১), জিন্নাগড়ের বাসিন্দা মোঃ রাকিব হোসেন (৪), মাদ্রাজের বাসিন্দা মোসাঃ শাহিনুর বেগম (২২), আসলামপুর আয়শাবাগের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন (৯), একই এলাকার বাসিন্দা মোঃ ইয়াছিন (৬), হামদিপুরের বাসিন্দা সামিয়া খাতুন (১৭), আট কপাট এলাকার বাসিন্দা মোঃ মেহেদী হাসান (১০), আয়েশাবাগ এলাকার বাসিন্দ মোসাঃ সানজিদা খাতুন (৭), একই এলাকার বাসিন্দা মোঃ আহাদ (৭) স্লুইসগেট এলাকার মোঃ জিহাদ (১১), আসলামপুরের মোসাঃ সারমিন (৬), বেতুয়া স্লুইসগেট এলাকার মোঃ আলাউদ্দিন (৩৫) ও ফাতেমাবাদ গ্রামের মোসাঃ নুহা (৫)।
তবে স্থানীয় বাসিন্দা নুরালাম জানান, চরফ্যাশন উপজেলায় ৩০/৩২ জন এই পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে। এদের অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয়রা বলেন, ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়াতে এরকম দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।রফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।