টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা, কুকাদাইর ও কয়েড়া গ্রামের রাস্তার সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, উপজেলা সহাকারী শিক্ষা অফিসার রেজাউল করিম, গোবিন্দাসী ইউপি সচিব মো. মশিউর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ ইউপি সদস্যবৃন্দ।
২০২১-২০২২ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার ৬টি ইউনিয়নে মধ্যে গোবিন্দাসী ইউনিয়নে রাস্তার কাজ শুরু হয়েছে। এতে ৪০ দিনের কর্মসূচিতে দৈনিক ৪’শ টাকা করে ৯৩ জন শ্রমিক কাজ করছে।