ভারতীয় সরকারেরর দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না। শনিবার (২২ জানুয়ারি) বিকালে ভোলা পৌরসভাকে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সহকারি পুলিশ আব্বাস উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে সভার প্রধান অতিথি ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সাথে ভারতীয় সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়নার সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় হয়। এরপর রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের ২ সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি কোন দেশের একার সমস্যা নয়, এটি সম্মলিত ভাবে সবাইকেই মোকাবেলার করতে হবে। এ সময় ভোলা পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের প্রশংসাও করেন তিনি।