কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন মাদকসেবিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ভারতীয় পণ্য এবং গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। থানাপুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকায় গত ২৫ জানুয়ারি মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। সাজাপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদর এলাকার আহাম্মদ হোসেনের ছেলে রাসেল আহাম্মদ(২৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে আতাউর রহমান (৩০)।
অপরদিকে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৬ জানুয়ারি সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা ভাঙ্গা ব্রীজের পূর্ব পাশের হরিদাশ ডাক্তারের বাড়ীর সামনের ব্রাহ্মণপাড়া টু মীরপুর গামী পাকা রাস্তার উপর হতে মোঃ তাজুল ইসলাম(৪৪)কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মোঃ তাজুল ইসলাম উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত আসামী তাজুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শফিকুল ইসলাম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৫ জানুয়ারি উপজেলার সদর ইউনিয়নের নন্দিপাড়া এলাকার আব্দুল লতিফ ও খালেক সরকারের বাড়ীর পাশের নন্দিপাড়া-গুচ্ছ গ্রাম সড়কের তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে মোঃ ইয়াছিন ভুইয়া(২৫) ও মোবারক হোসেন প্রকাশ সোহাগ (২৮)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ শত প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চড়ানল মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। অপরদিকে মোবারক হোসেন প্রকাশ সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর কোনাকাটা এলাকার নানু মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, “সাজাপ্রাপ্ত আসামি ও গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”