1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আতাউর রহমান:
  • প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৭৩ বার পড়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।

এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল টুর্নামেন্টে সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক-শূন্য গোলে পরাজিত করে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুই-এক গোলে পরাজিত করে সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ হওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গোল্ডকাপ বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মুন্সি, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক।

উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, প্রমুখসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন দীর্ঘভূমি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসেকুল ইসলাম রোমান। খেলা পরিচালনা করেন মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, তেতাভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোখলেসুর রহমান, নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফিউল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD