কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া শশানখলা এলাকায় গতকাল ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামালসহ পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের ওয়ালী মিয়ার ছেলে আলম মেম্বারের দুটি বসতঘর ও তার ভাই সাইফুল ইসলাম শাহআলমের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং একই বাড়ির বাদশা মিয়ার ছেলে আশু মিয়ার একটি ঘর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘরটি ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত আলম মেম্বারের স্ত্রী জোসনা বেগম ও সাইফুল ইসলাম শাহআলমের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৫ টার সময় আমাদের বাড়ির একটি শিশু আলম মেম্বারের ঘরে দাউদাউ আগুন জ্বলতে দেখে আগুন আগুন বলে চিৎকার করলে তাৎক্ষণিকভাবে আশপাশের ও বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
এ সময় চারটি বসতঘর, সাইফুল ইসলাম শাহআলমের ঘরে থাকা নগদ তিনলক্ষ টাকা ৫ ভরি স্বর্ণ, ফ্রিজ, ষ্টীলের দুটি আলমারি ও আসবাবপত্র ও আলম মেম্বারের ঘরে থাকা ফ্রিজ, আলমারি, রঙিন টিভি, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার পর বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।