কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে উন্মুক্ত জলাশয় (খাল) থেকে অবৈধ ভোশাল জাল ও বাঁধ অপসারণ করা হয়েছে। এছাড়া অভিযানে এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা ও দুই হাজার মিটার জাল ধ্বংস করে ভ্রাম্যমান আদালতে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
এতে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয় বনিকের নেতৃত্ব অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এসময় ও উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে (খালে) বাঁশ, জাল ও ভেশাল জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ নিধন করা হচ্ছিল।এ কারণে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ভেসাল ও একাধিক বাঁধ (মাছ ধারার ফাঁদ) অপসারণ করা হয়।
এসময় খালে বাঁদ নির্মান করায় এক ব্যাক্তিকে দুই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় ও অন্যদের সতর্ক করা হয়। এছাড়া জ্ব্দ করা দুই হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে অবৈধ জাল, বাঁধ উচ্ছেদ ও ধ্বংস করা হয়েছে। দেশীয় কই, শিং, মাগুর, শোল, বোয়াল, টাকি, বাইন, পুটিসহ নানা প্রজাতির মাছ বিলুপ্ত হতে বসেছে। এসব মাছ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া এ অভিযান অব্যাহত থাকবে।