কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে উপজেলা কমপ্লেক্স শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন এর প্রতিনিধি ওসি তদন্ত মো. মাকসুদ আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা খানম মুন্নী, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান, বীরমুক্তিযাদ্ধা মো. আবদুছ ছালাম খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন, ময়নামতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেহ উদ্দীন, বাকশীমুল ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা মো. আনু মিয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা আ: মান্নান আজাদ, বীরমুক্তিযাদ্ধা মো. সফিকুল ইসলাম, ষোলনল ইউনিয়ন মুক্তিযাদ্ধা ডেপুটি কমান্ডার মা. জয়নাল আবদীন,
ভারেল্লা ইউনিয়ন মুক্তিযাদ্ধা কমান্ডার বীরমুক্তিযাদ্ধা আ: কাদের, মুক্তিযোদ্ধা আ: মতিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য
আলমাস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।