1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বুড়িচংয়ে থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক 
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ বার পড়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মিথিলা পুর গ্রামে বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। এঘটনায় বুড়িচং থানায় শুক্রবার রাতে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং শনিবার সকালে থানা পুলিশ আটক মাদক ব্যবসায়ীদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান শুক্রবার দুপুরে বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ শরীফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মিথিলা পুর গ্রামে অভিযান চালায় পুলিশ  গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন মিথিলাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির পাশের বাঁশ ঝাড়ের নিচে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করে। এসময় এস আই শরীফুর রহমানের নেতৃত্বে এ এস আই আব্দুল্লাহ, এ এস আই    জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে একটি বড় গাঁজার বস্তা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর মহিষ মারা গ্রামের হাজী ফরিদ মিয়ার দুই ছেলে মোঃ শাহীন (৩৮) ও মোঃ রমজান (২২)। পলাতক মাদক ব্যবসায়ীরা হল উপজেলার ষোলনল ইউনিয়ন এর গাজীপুর গ্রামের ফয়সাল পিতা অজ্ঞাত, একই এলাকার খাড়াতাইয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আরাফাত হোসেন হৃদয় প্রকাশ বাদশা (১৮)। শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশ পলাতক দুই এবং আটক দুই আসামী সহ ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আটক আসামীদের কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD