1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বিশ্ব জাকের মঞ্জিলে উরস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাঁশের ভেলার নদীভ্রমণ
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলে উরস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাঁশের ভেলার নদীভ্রমণ

শাহজাহান আলী মনন :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ বার পড়েছে
বিশ্ব জাকের মঞ্জিলে উরস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাঁশের ভেলার নদীভ্রমণ
বিশ্ব জাকের মঞ্জিলে উরস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাঁশের ভেলার নদীভ্রমণ

আগামী বছর বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য জাকের পার্টির বার্ষিক উরস উপলক্ষে সৈয়দপুর থেকে বাঁশের ভেলার যাত্রা শুরু করা হয়েছে।১৭ সেপ্টেম্বর শুক্রবার জুমআর নামাজের পর এ নদীভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ উপলক্ষে দুপুর ১২ টায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাকের পার্টি সৈয়দপুর শাখা।

উপজেলার কাশিরাম ইউনিয়নের সিপাইগঞ্জ বাজার সংলগ্ন চিকলী নদীর কুঠিরঘাট ব্রীজে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সাংগঠনিক জেলা নীলফামারী-২ এর সভাপতি মোঃ লানছু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজারীহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান চৌধুরী,কাশিরাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুর নবী সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাকের পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি শাহজাহানসহ জাহারুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ।দোয়া পরিচালনা করেন জাকের পার্টির যুব ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ খায়রুল হোসেন বুলবুলি।এর আগে বৃহস্পতিবার রাতে ওই ঘাট সংলগ্ন হযরত ঘোড়ে শাহ (রঃ) এর মাজার গেটের সামনে মিলাদ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।এতে বয়ান শেষে রাতব্যাপী জিকির কার্যক্রমে জাকের পার্টির কয়েকশত সদস্য অংশগ্রহণ করে।

এদিকে বাঁশের ভুড়া (ভেলা) ভাসানো দেখতে ও বিশ্ব জাকের মঞ্জিলের জন্য মানতকৃত নগদ অর্থ,পশু,ধান,চাল,হাঁস-মুরগীসহ অন্যান্য পন্য-সামগ্রী নজরানা দিয়ে ভুড়ার পড়াপানি সংগ্রহ করতে সকাল থেকেই হাজার হাজার নারী-পুরুষ,বৃদ্ধ-শিশুর আগমন ঘটে নদী পাড়ে।প্রখর রোদ উপেক্ষা করে সমবেত মানুষেরা নদীর দুইপাড় ও ব্রীজের উপর অবস্থান নেয়।সকলের উপস্থিতিতেই আল্লাহ-রাসূলের নাম নিয়ে ভেলার রশি ছেড়ে দিয়ে নদীভ্রমণের শুভ সূচনা করেন প্রধান অতিথি।

উল্লেখ্য,প্রতিবছরই নীলফামারী জেলা থেকে চিকলী নদী দিয়ে তিনটি ভুড়া যায় বিশ্ব জাকের মঞ্জিলে।এর মধ্যে জেলার কিশোরগঞ্জ উপজেলার চান্দেরহাট থেকে একটি এবং সৈয়দপুর উপজেলার কাশিরাম ইউনিয়নের কুঠিরঘাট থেকে একটি ও কামারপুকুর ইউনিয়নের চিকলী ব্রীজ থেকে একটি।এসব ভুড়ায় প্রায় এক থেকে দুই হাজার বাঁশ যায় বার্ষিক উরসের প্যান্ডেল নির্মাণের জন্য।সেইসাথে মানতের প্রায় লাখ টাকা মূল্যের পশুপাখি ও অর্থ-সামগ্রীও পাঠানো হয় উরসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD