বাগেরহা-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শরণখোলায় অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। শরণখোলা উপজেলা ছাত্রলীগের তত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। হট লইনে ফোন করলেই অক্সিজেন নিয়ে করোনা রোগীর বাড়িতে হাজির হয়ে যাবে ছাত্রলীগের সেচ্ছাসেবকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অক্সিজেন ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ছাত্রলীগের হাতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। প্রাথমিকভাকে ৬টি সিলিন্ডার নিয়ে শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়।