ভোলা সদরের প্রায় ২৫০ বছরের পুরনো একটি মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের সহকারি হাইকমিশনার রাজেশ কুমার রায়না। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শ্রী শ্রী করুনাময়ী কালীমাতার মন্দির (সর্বতীর্থ ধাম) পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন ভারতের সহকারি হাইকমিশনার রাজেশ কুমার রায়না। ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী করুনাময়ী কালীমাতা মন্দির কমিটি এর যৌথ ভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় ভারতীয় সহকারি হাই কমিশনার বলেন, ভারতীয়দের কাছে বাংলাদেশের জনগনের ভালোবাসা অনেক। বাংলাদেশ-ভারতের মধ্যে রক্তের সম্পর্ক। এক মায়ের দুই সন্তান। যে কোন প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত। ভারতীয় সহকারি হাইকমিশনার আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। যে কোন প্রয়োজনে সবার আগে ভারত পাশে আছে এবং থাকবে । ১৯৭১ সালে ভারত বন্ধুর মতই বাংলাদেশকে সহযোগীতা করেছে। করোনাকালীন সময়েও করছে, ভবিষ্যতেও করবে। এই ২ দেশের মধ্যে ঐতিহাসিক ভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ ও করুনাময়ী কালীমাতার মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ। এর আগে ভারতীয় সহকারি হাই কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।