1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বাংলাদেশের অনুশীলন বন্ধ করে দিয়ে আবারো রুম কোয়ারেন্টিনে
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের অনুশীলন বন্ধ করে দিয়ে আবারো রুম কোয়ারেন্টিনে

আবির খান আশিক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দিয়ে নিউজিল্যান্ড স্বাস্থ বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারো কোয়ারেন্টিনের পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল খান।

জানা যায়, নিয়ম অনুযায়ী নিউজিল্যান্ডে প্রথম সপ্তাহ কঠোর রুম কোয়ারেন্টিন করার কথা ছিল ক্রিকেটারদের । সে হিসেবে ৭ দিন পর অনুশীলন শুরু করার কথা। কিন্তু এখন হুট করে আবারও রুম কোয়ারেন্টিনের পাঠানো হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

সংবাদমাধ্যমকে নাফিস ইকবাল জানান, “অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যেন আমরা কয়েকদিনের জন্য অনুশীলন বন্ধ রাখি। তিনটা করোনা টেস্ট করেছি, আরেকটি বাকি রয়েছে। কোয়ারেন্টিনের ৯ম দিন সেই পরীক্ষা হবে। তাতে যদি সবাই রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আমরা সবাই ছাড়পত্র পাব।”

তিনি আরো বলেন, “ আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। যদিও সেটা আসলে ১০ দিনের। এর মধ্যে প্রথম ৭ দিন এমআইকিউয়ের অধীনে এবং বাকি ৩ অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হতো”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD