বাংলাদেশকে খুব দ্রুত সময়ের মধ্যে করোনা টিকা দেওয়া হবে। করোনা টিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
এ সময় তিনি বলেন, ভারতের টিকার উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।যখন টিকা প্রস্তুত করা হবে তখনই বাংলাদেশকে টিকা দেওয়া হবে। বাংলাদেশ কোন সময় টিকা পেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি খুব শীগ্রই বাংলাদেশকে টিকা দিতে পারব,কিন্তু কখন দিতে পারব নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
হাইকমিশনার আরো বলেন,এই করোনার সময়ের মধ্যেও ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রয়েছে। দু দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।
আজ (২৩ জুলাই)শুক্রবার সকাল ১০ টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাই স্বামী এ কথা বলেন।
স্বস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।