বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসাধু কতিপয় ডাক্তারে টেষ্ট বানিজ্যের কারনে অসহায় রোগী ও তার স্বজনেরা।অভিযোগ রয়েছে নিয়ম নীতি না মেনে এ হাসপাতাল লাগোয়া নাম স্বর্বোস্ব কয়েকটি ল্যাবে কমিশনের বিনিময়ে ওই সব ডাক্তারেরা টেষ্ট বানিজ্য করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন।
টেষ্ট বানিজ্যের শীর্শে রয়েছে এ পৌরসভার বাসীন্দা ডাক্তার গোপাল শীল।জানাগেছে প্রতিটি টেষ্টের জন্য তিনি ল্যাব কর্তৃপক্ষের কাছ থেকে ২৫% হারে কমিশন নিয়ে থাকেন।অভিযোগ রয়েছে কিছু ডাক্তার ৩০-৪০% পর্যন্তও কমিশন নেন।নাম প্রকাশে অনিচ্ছুক বহু রোগী জানায় অর্থের লোভে প্রয়োজন ছাড়াও টেষ্ট করার জন্য এক প্রকার বাধ্য করেন ডাক্তাররা।
এছাড়াও পছন্দনীয় ল্যাব থেকে টেষ্ট না করালে সেই টেষ্টের রিপোর্ট এ সব ডাক্তারেরা দেখেনা বলেও রোগীদের কাছ থেকে জানাগেছে।কমিশন গ্রহনের বিষয়ে ডাক্তার গোপাল শীলের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।এ বিষয়ে পঃ পঃকর্মকর্তা মোঃ কবির হাসান জানান হাসপাতালের কোন ডাক্তার দূর্নীতি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এদিকে সচেতন মহল এসব অর্থলোভী ডাক্তারদের কালজয়ী শিল্পি নচিকেতার ও ডাক্তার গানটি শুনে নিজেদের শোধরানোর অনুরোধ করেন।