বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ মাদক মামলায় মোঃ গোলাম মোস্তফা (২৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেপ্তার করে।বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।গোলাম মোস্তফা উপজেলার রামকৃষ্টপুর গ্রামের মোঃ দুদু মিয়ার ছেলে।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামী মাদক মামলায় দীর্ঘদিন পলাতক ছিল।তাকে বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।