বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (২য় কিস্তি) এর আওতায় ২০ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও শেরপুর প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শেরপুর জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (২য় কিস্তি) এর ৪৬ জন সাংবাদিকদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকার এসব চেক বিতরণ করেন তিনি।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাংবাদিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদুল উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।