1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
পেঁপেগাছের সাথে শত্রুতা সর্বশান্ত কৃষক
বাংলাদেশ । শনিবার, ১৫ মার্চ ২০২৫ ।। ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

পেঁপেগাছের সাথে শত্রুতা সর্বশান্ত কৃষক

মোঃ সাইফুল ইসলাম তানভীর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩০২ বার পড়েছে
ব্যক্তিশত্রুতা ২ বিঘাজমিরপেঁপেগাছের সঙ্গে সর্বশান্ত কৃষক বাদল হোসেন

ব্যক্তিশত্রুতা ২ বিঘা জমির পেঁপে গাছের সঙ্গে। সর্বশান্ত কৃষক বাদল হোসেন (৪০)। আর এ অভিযোগ ওঠেছে মাফুজ, হাসান, হোসেন ও শাহিনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক বাদল হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে। অভিযুক্তরাও  একই এলাকার বলেজানা গেছে।
সোমবার (৭মার্চ) দিবাগতরাতের যে কোন সময় চর নয়াডাঙ্গী চকে এ ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকবাদল হোসেনজানান, আমি গত বছর আড়াই বিঘা জমিতে পেঁপে চাষ করি।

এ বছর ওই পুরাতন পেঁপেগাছের নিচ দিয়ে নতুন চারা রোপনকরি। নিয়মিত পরিচর্যায় পেঁপেরচারা বেড়ে ওঠে। এরইমধ্যে স্থানীয় মাফুজ, হাসান, হোসেন ও শাহিন আমার পুরাতন গাছ থেকে নিয়মিত পেঁপে চুরি করে নেয়। গত ৩দিন আগে তাদেরকে হাতেনাতে ধরে ফেলি। আর কখনো এধরনের কাজ করবেনা মর্মে বিষয়টি স্থানীয় মুরুব্বিদের নিয়ে সাবধান করে ফেলি। এরপর প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৮মার্চ) ভোরে খেত থেকে পেঁপে ছিড়তে গিয়ে দেখি প্রায় দুই বিঘা জমির সমস্ত চারাই কেটে ফেলেছে। পরে আমার আত্ম-চিৎকারে আশের পাশের লোকজন খেত দেখতে আসে।

তিনি অভিযোগ করে বলেন – আগেযারা পেঁপেচুরি করেছে তারাই আমার পেঁপেগাছ কেটেছে। তাদের নামে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণকরবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD