কথাসাহিত্যে ফুটে উঠুক সমাজ-জীবন-বাস্তবতা। থিয়েটার ইনস্টিটিউটে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা আয়োজিত গোলটেবিল বৈঠক কথাসাহিত্য প্রণয় কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়।
পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, সাবেক চসিক কাউন্সিলর ও লেখিকা আবিদা আজাদ, প্রাবন্ধিক খন রঞ্জন রায়, প্রকৌশলী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন দেওয়ান মাকসুদ, প্রবীণ সংস্কৃতিজন শওকত আলী সেলিম, জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া,
প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সদরুল আমিন, লেখক ও গবেষক সিদ্দিকুল ইসলাম, এডভোকেট নিশু চৌধুরী, তরুণ লেখক অপূর্ব চৌধুরী, মম চক্রবর্তী, তুলতুল চৌধুরী, আবু হানিফ, করিমুল ইসলাম, ইফতিয়াজ উদ্দিন, জারিন আনান, হুসনা ওয়াদুদ চৌধুরী, আমির হোসেন মাহি, মোঃ সাজ্জাদ হোসেন, সায়েম উদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আবিদ, সজীব কাদের বর্ষণ, আহমদ সাদিফ প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, উপন্যাসের মনস্তাত্তিক গভীরতা নিয়ে আমাদের কথাসাহিত্য এগিয়ে যাক। সমাজ-জীবন-বাস্তবতা ফুটে উঠুক প্রতিটি কথাসাহিত্যে। আমরা আমাদের কথাসাহিত্যিকদের কাছে চাইব জীবন বিশ্লেষণী কথার জাদু, প্রতিটি চরিত্রের একটি দফারফা না হওয়া পর্যন্ত তা যেন শেষ না হয়ে যায়। সর্বোপরি তরুণ প্রজন্মের লেখক পাঠকদের সাথে কথাসাহিত্যের প্রণয় ঘটাতে পূর্বা’র আয়োজনগুলো অব্যাহত থাকুক। কথাসাহিত্যের জয় হোক, জয়ী হোক আমাদের কথাসাহিত্যিকেরা।