নারীর টানে ও এলাকাবাসীর সেবা করার লক্ষ্যে বিগত ৩ বছর আগে বাংলাদেশ পুলিশের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন বুলবুল আহমেদ মধু। এর পর থেকেই এলাকাবাসীর সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপেক্ষিতে ৫ম ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য(মেম্বার) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্রের বৈধতা পেলেও নির্বাচনের প্রতীক দেওয়ার আগ মুহূর্তে চাকরি ছাড়ার প্রত্যায়নপত্র না থাকায় প্রতীক না দিয়ে প্রার্থীতার বৈধতা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতে আপিল করে প্রচারণা শুরুর ৫দিন পর প্রার্থীতার বৈধতা ফিরিয়ে আনেন। এর পরিপ্রক্ষিতে তাকে টিউবয়েল মার্কা প্রতিক প্রদান করে নির্বাচন কমিশন।
গত শনিবার (১ জানুয়ারি) রাতে আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বাসীর সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়ে সদস্য প্রার্থী বুলবুল আহমেদ মধু বলেন, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তার পিতা আওয়ামী লীগের দুঃসময়ের একজন সক্রিয় কর্মী মরহুম উহাব মিয়া আলীনগর ইউনিয়নের ২বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। পিতার আর্দশকে ধারণ করে তিনি এলাকাবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি সুষ্ঠ ও অবাধ নির্বাচনের আহ্বান জানান।
উল্লেখ্য: ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন অংশ নিচ্ছেন।