1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
বাংলাদেশ । মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

কবির হোসেন মিজি
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়েছে

চাঁদপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট খারাপ হওয়ায় অভিমান করে সাবিয়া তাপছুন ছোঁয়া (২৩) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

১৮ নভেম্বর সোমবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকার শাহজাহান মোল্লার বাড়ির ভবনে দ্বিতীয় তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া ও এস আই মকবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যান।

নিহত সাবিয়া তাপছুন ছোঁয়া গুয়াখোলার বাসিন্দা শাহাবুদ্দিন পাটোয়ারীর মেয়ে। তার বাবা পুরান বাজার ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও মা নাহার সুলতানা ছোট হাসান আলী স্কুলের শিক্ষিকা।

ঘটনার দিন বিকেলে ছোঁয়ার বাবা শাহাবুদ্দিন পাটোয়ারী বাসায় গিয়ে বাসার দরজা আটকানো দেখে জালনা ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পায়।
এই ঘটনা জানতে পেরে এলাকার শত শত নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার জানায়, অনার্সের রেজাল্ট খারাপ করায় অভিমান করে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরকম কাজ করবে তা পরিবারের কেউ ভাবতে পারেনি। তবে রেজাল্ট খারাপ করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এরকম ঘটনা যেন কারো পরিবারে না ঘটে তাই অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।

মডেল থানা পুলিশ জানায়, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় তারা এডিএম এর বরাবর দরখাস্ত করেছে। পরে ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD