1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নে‌তিবাচক রাজনী‌তির অবসান হওয়া উ‌চিত-পরিকল্পনা মন্ত্রী
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নে‌তিবাচক রাজনী‌তির অবসান হওয়া উ‌চিত-পরিকল্পনা মন্ত্রী

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২১৯ বার পড়েছে

ভাংচু‌রের নী‌তিবাচক রাজনী‌তি প‌রিহার ক‌রে ই‌তিবাচক রাজনী‌তি‌তে আস‌তে হ‌বে। নে‌তিবাচক রাজ‌নৈ‌তিক রাজনী‌তির অবসান হওয়া উ‌চিত।বিএন‌পি‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে কু‌মিল্লায় প‌রিক্লপনা মন্ত্রী এম এ মান্নান এম‌পি ব‌লে‌ছেন- নির্বাহী ক্ষমতারও সীমা আ‌ছে।‌অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই।এক‌দি‌কে সাহা‌য্যের হাতপাত‌বেন আবার ভাংচুরও কর‌বেন একসা‌থে দু‌টো জি‌নিস হয়না। শুক্রবার দুপু‌রে কু‌মিল্লার বু‌ড়িচং‌ উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরসার বহুমুখী উচ্চ বিদ‌্যাল‌য় এবং হেলথ কেয়ার ডিজিটাল এন্ড কনসালটেশন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মা‌ঠে কুমিল্লা -৫ এর এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এর সংবর্ধনা প্রদান ও অ‌ভিভাবক সমা‌বে‌শে প‌রিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এম‌পি এসব কথা ব‌লেন। কু‌মিল্লা বু‌ড়িচ‌য়ের ঐতিহ‌্যবাহী শিক্ষা প্রতিষ্ঠা‌নের অ‌ভিভাবক সমা‌বেশ ও সদ‌্য নির্বা‌চিত স্থানীয় সংসদ সদস‌্য বীরমু‌ক্তি‌যোদ্ধা এড, আবুল হা‌শেম খান এর সংবর্ধনা অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন সংবর্ধিত বিশিষ অতিথি কু‌মিল্লা- ৫ সংসদ সদস‌্য আবুল হা‌শেম খান এম‌পি, কান্ট্রি ডিরেক্টর স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন এর মেজর জেনারেল জীবন কানাই দাস, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ সাঈদুর আরিফিন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সোহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।

বিদ‌্যালয় প‌রিচালনা পর্ষদ সভাপ‌তি দৈ‌নিক আজ‌কের প‌ত্রিকার সহকারী সম্পাদক ফারুক মে‌হেদীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ ম‌নিরুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস ছালাম বেগ,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আবু তাহের, বুড়িচং থানার ওসি এম আলমগীর হোসেন, ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, অনুষ্ঠা‌নে নিজের সংগ্রামী জীবন ও সাফল্যের গল্প শিক্ষার্থীদের মা‌ঝে তু‌লে ধ‌রেন প‌রিকল্পনা মন্ত্রী এসএ মান্নান এম‌পি।

বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং উন্নত জীবনের জন্য নিজেদের তৈরি করার প্রেরণা দিতেই এ আয়োজন। আর-ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির হোসেন মুহরি, মোঃ জয়নাল আবেদীন, মোঃ বাবুল হোসেন, এম কামাল হোসেন, এম জাহাঙ্গীর আলম প্রবাসী, মোঃ সেন্টু মিয়া, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD