নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ও কেন্দুয়ার চিরং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে শপথবাক্য পাঠ করান। নব নির্বাচিত দুইজন ইউপি চেয়ারম্যনরা হচ্ছেন- ধলামূলগাঁও ইউনিয়নের রেজুয়ানুর রহমান রনি ও চিরাংয়ের এনামুল কবীর খান। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- পূর্বধলার ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স, কেন্দুয়ার ইউএনও মঈন উদ্দিন খন্দকার প্রমুখ।