1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অন্তত আহত-২৫
বাংলাদেশ । বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ।। ২১শে জমাদিউস সানি, ১৪৪৩ হিজরি

নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অন্তত আহত-২৫

মেহেদী হাসান ভূঁইয়া আজিম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৬০ বার পড়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্ততঃ ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলি উত্তর পাড়া মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বেলুন ব্যবসায়ী আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (৩৩), আনোয়ারের মেয়ে আফনান (৫), মরিয়ম(৭), তার বোন ফারজানা (১৭), সহযোগী ব্যবসায়ী ঝাটিয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আবদুর রব (৩০), পৌরসভার নাওগোদা গ্রামের মুসলিমুর রহমানের ছেলে আলমগীর (৩০), বিরুলী গ্রামের জাফরের মেয়ে উম্মে হাবিবা (৯), জসিমের ছেলে তুষার (৭), ফারুকের ছেলে রায়হান (১২), আবুল কালামের ছেলে বাছির (১৬), মাঈন উদ্দিনের ছেলে মাসুদ (১২), সেলিমের মেয়ে নিশু (১২), তার ছেলে সম্রাট (১০), শাহীনের মেয়ে শারমিন আক্তার (৫), আবদুল হালিমের ছেলে নাঈম (১৩), আবদুল কাদিরের স্ত্রী নাছরিন (৩৫), শাহাবুদ্দিনের ছেলে সবুজ (১১), সাইফুলের মেয়ে নুরুন্নাহার (৯) ও রতনের মেয়ে জান্নাত (৯)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঠান্ডাকালী বাড়ি মেলা উপলক্ষে হিলিয়াম গ্যাস সিলিন্ডার থেকে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস ফুলচ্ছিলেন। এসময় আনোয়ারের চারপাশে শিশুরা ঘিরে রাখে। একপর্যায়ে আনোয়ার বেলুনে গ্যাস ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আনোয়ার হোসেনসহ তার চারপাশে থাকা শিশুসহ বিভিন্ন বয়সী ছেলে মেয়ে আহত হয়। এসময় আনোয়ারের ঘরসহ গ্যাস সিলিন্ডারের বিচ্ছিন্ন অংশ ৫০ ফুট দূরবর্তী শের আলীর বাড়িতে পড়ে। যদিও এর আগে উপজেলা প্রশাসন এবার মেলাটি বন্ধ ঘোষণা করেন।

অন্যদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, নবগত মৌকরা ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD