কুমিল্লার নাঙ্গলকোটে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বেপরোয়া ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রাফিদুল ইসলাম (১৩) নিহত হয়েছে। সোমবার উপজেলার গান্ধাছি গ্রামের জয়নালের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। সে চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের মাষ্টার তোফায়েল আহম্মদের ছেলে ও বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী। ছাত্রের মৃত্যুর খবর শুনে স্কুলের কর্তৃপক্ষ তালা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা যানায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি জামায়াত শিবির দ্বারা পরিচালনা হয়ে আসছে।
জানা যায়, নিহত রাফিদুল স্কুল থেকে বাইসাইকেল যোগে বাঙ্গড্ডা-মুন্সিরহাট সড়ক দিয়ে বাড়ী যাওয়ার পথে গান্ধাছী গ্রামে পৌঁছলে বেপরোয়া গতির অবৈধ ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। পরে এলকাবাসী ইটবোঝাই ট্রাক্টরটি আটক করে। ট্রাক্টর ড্রাইভার পলাতক রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, প্রতিষ্ঠানটি পুর্বেও সরকারি বিধিনিষেধ অমান্যর দায়ে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।