কুমিল্লার নাঙ্গলকোটে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮০ জন ও সাধারণ সদস্য পদে মোট ৩৭৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। রোববার উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে আচরনবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন রিটার্নিং কার্যালয় থেকে প্রার্থীদের বাছাইকৃত তালিকা প্রকাশ করেন। অন্যদিকে ঋণখোলাপির অভিযোগে বক্সগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম পাটোয়ারী ও মক্রবপুর ইউপির ৬নং সাধারণ সদস্য পদে শাহপরানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশ্রাফুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন প্রমূখ। এসময় ইউএনও বলেন, নির্বাচন যেন সংঘর্ষে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে প্রার্থীদের আহ্বান জানান। আচরণবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।