যশোরের অভয়নগরে শিল্প শহর নোয়াপাড়ায় সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে “নওয়াপাড়া কল্যাণ ফাউন্ডেশন” নামে এক সমাজ সেবা মুলক সংস্থা’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টায় নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকায় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সংস্থা’র উদ্যোক্তা আব্দুল সালাম শেখে’র সার্বিক তত্বাবধানে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির শুভ সুচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় অনুষ্ঠানটি। মোঃ রিপানুর ইসলাম রিপনের সঞ্চালনায় নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, বিশেষ অতিথি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিল (৪,৫,৬) মোছাঃ শিরিনা বেগম, বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী আলহাজ্ব রবিউল ইসলাম (রবি) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কক্তারা এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থাটির সদস্যরা।