1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নওগাঁ পৌর মেয়রসহ ৩নেতার মুক্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
বাংলাদেশ । শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নওগাঁ পৌর মেয়রসহ ৩নেতার মুক্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

রুহুল আমিন :
  • প্রকাশিত: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার পড়েছে
নওগাঁ পৌর মেয়রসহ ৩নেতার মুক্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
নওগাঁ পৌর মেয়রসহ ৩নেতার মুক্তির দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনিসহ গ্রেপ্তার বিএনপির তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।ওই তিন নেতাকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেওয়া হয় ওই সংবাদ সম্মেলনে।শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ (নাছির) ও এ্যাড: রফিকুল ইসলাম (রফিক),জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক নান্নু,মোস্তাফিজুর রহমান,মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা,সারোয়ার কামাল চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন,সারা দেশে হেফাজত কর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ মার্চ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

কিন্তু বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ বাহিনীর সদস্যরা নগ্ন হামলা চালায়।ওই দিন পুলিশের হামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।অনেক নেতাকর্মী গুরুত্বর জখম হয়।ওই ঘটনায় পুলিশ উল্টো জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন।ওই মামলায় বিএনপির অনেক নেতা-কর্মী কারাভোগ করেছেন।

সর্বশেষ ওই মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গত সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের দলীয় পার্থী জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালত তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাঁদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরও বলেন,গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তি চাই।এর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই।আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার নেতাদের মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD