1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নওগাঁয় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বেধড়ক মারধর ও ছিনতাই
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বেধড়ক মারধর ও ছিনতাই

রুহুল আমিন :
  • প্রকাশিত: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার পড়েছে
Noga News

নওগাঁয় পৈত্রিক সম্পত্তির অংশিদারিত্ব নিয়ে পারিবারিক দীর্ঘ কলহের জের ধরে রাতের বেলা অতর্কিত হামলা চালিয়ে ৩ ভাই বোনকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করেছে। সেই সাথে স্বর্নের চেইন এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি শহরের ভবানীপুর মধ্যপাড়ায়।

এ ব্যপারে নওগাঁ সদর থানায় একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ হয়েছে। দায়েরকৃত ডাইরীর সূত্র ধরে জানা গেছে ঐ গ্রামের মোঃ আলতাফ হোসেনের সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে তার ভাই আতোয়ার রহমানের পুত্র মোঃ রনির সাথে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষের মধ্যে প্রায়ই বিরোধ সংঘটিত হয়ে থাকে। এরই এক পর্যায়ে গত ৭ আগষ্ট ২০২১ তারিখ রাত অনুমান সাড়ে ৮টায় উক্ত আতোয়ার রহমান, তার পুত্র মোঃ রনি এবং তার সহযোগি জামিল ও মোমিন সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা ইত্যাদি নিয়ে আলতাফের পরিবারের উপর হামলা চালায়। আলতাফের দুই পুত্র রফিকুল ইসলাম ও রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে।

এ সময় তাদের বোন আফরোজা বেগম ভাইদের উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করা হয়। এ সময় আফরোজা বেগমের গলা থেকে ৩৫ হাজার টাকা মুল্যের আধা ভরি ওজনের স্বর্নালঙ্কার এবং রবিউলের নিকট থাকা নগদ ৭ হাজার,৪শত টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এ ব্যপারে উক্ত আলতাফ হোসেনের স্ত্রী লুৎফুননেছা বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ করেছেন।এরই প্রেক্ষিতে নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক এস আই মুক্তার হোসেন ঘটনার তদন্ত করছেন।এ ব্যপারে পুলিশের সাতে যোগাযোগ করলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD