1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নওগাঁয় ট্রাক ও মোটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে নিহত এক
বাংলাদেশ । বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ।। ২১শে জমাদিউস সানি, ১৪৪৩ হিজরি

নওগাঁয় ট্রাক ও মোটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে নিহত এক

সালেকুর রহমান:
  • প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৮৩ বার পড়েছে

নওগাঁয় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এসময় গুরুতরভাবে আহত হয়েছেন আরো একজন। ৮ জানুয়ারি,শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি এলাকার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের হাট চকগৌরী নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম (মোল্লাপাড়া) গ্রামের মৃত ছোলাইমান মোল্লার ছেলে মতিউর রহমান ওরফে মতিন মোল্লা (৩৮) এবং আহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে তোজাম্মেল হোসেন (৪৬)।সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া জানান, খবর পেয়ে দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর মৃত দেহের প্রাথমিক সুরতহাল রির্পোট করে লাশ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নেওয়া হয়েছে।

এসময় দূর্ঘটনা কবলীত মোটর সাইকেল এবং ট্রাকটি ফাঁড়ি হেফাজতে নেওয়া হলেও পুলিশ পৌছার পূর্বেই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।প্রত্যক্ষদর্শী নিহতের ভায়রা রেজাউল ইসলাম জানান, নিহত মতিউর রহমান মতিন এবং তার আরেক ভাই মৈনম বাজারে যৌথভাবে কসমেটিকসের দোকান করেন। আজ শনিবার সন্ধায় মতিউর রহমান মতিন তোজাম্মেল কে সাথে নিয়ে মৈনম বাজার থেকে মোটর সাইকেল যোগে নওগাঁ যাওয়ার পথে সন্ধা ৭টারদিকে হাটচকগৌড়ী নামক স্থানে পৌঁছায়।

এ সময় নওগাঁ থেকে মহাদেবপুর গামী বালু বহণ কাজে নিয়োজিত বেপরোয়া গতিতে চলাচলকারী একটি ট্রাকের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মতিউর রমহান মতিন মর্মান্তিকভাবে নিহত হোন এবং তোজাম্মেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে নিহত মতিউর রহমান মতিন এর স্বজনরা ফাঁড়িতে এসেছেন। সংবাদ সংগ্রহকালে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও প্রতিবেদককে জানান পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD