1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দেবীদ্বার ১৫ ইউনিয়নে ১০৩ চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেবীদ্বার ১৫ ইউনিয়নে ১০৩ চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ

নেকবর হোসেন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ২৪৪ বার পড়েছে

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ধাপে নির্বাচন। রোববার দিনব্যাপী চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেছেন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগণ। এসময় উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মাঝে (নৌকা), জাতীয় পার্টির মনোনীত ৫জন প্রার্থীর মধ্যে (লাঙ্গল), ইসলাম আন্দোলন বাংলাদেশ’র মনোনীত ১২ জন প্রার্থীর মাঝে (হাতপাখা) ও লটারীর মাধ্যমে ৮৬ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্ধসহ ১০৩ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত- ১৪৫জন, এবং সাদারণ সদস্য- ৫৫৮জনসহ মোট ৮০৬জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করা হয়েছে। ৭নং এলাহাবাদ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নাছিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

১৫ ইউনিয়নে প্রতীক পাওয়া প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা হলেন,- ১নং বড়শালঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ঃমোঃ ইউনুছ মাষ্টার- (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ জহরিুল ইসলাম জারু ভূঁইয়া- (চশমা), ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল আউয়াল- (আনারস), মোঃ মমিনুল হক (ঘোড়া), আব্দুল হান্নান (হাতপাখা)। ২নং ইউসুফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন ঃ মোঃ কবির হোসেন (নৌকা), অধ্যাপক মোঃ মাজহারুল হক মামুন (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ জাকারিয়া ম্যানেজার (আনারস), মোঃ সফিকুল ইসলাম (চশমা), কাজী কামরুল (টেলিফোন), মোঃ আবু সায়েম (হাত পাখা)।

৩নং রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন ঃ মোঃ কামরুল হাসান (নৗকা), মোঃ মাহবুব আলম (আনারস), মোঃ নূরুল আলম (চশমা), মোঃ শাহজাহান সরকার (ঘোড়া), মোঃ মুরশিদ আলম সরকার (টেলিফোন), মোঃ মোমেন (মোটর সাইকেল), মোঃ সাইদুর রহমান আখন্দ (হাতপাখা)। ৪নং সুবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ঃ মোঃ নজরুল ইসলাম সরকার (নৌকা), গোলাম সারওয়ার মুকুল ভূইয়া (চশমা), বর্তমান চেয়ারম্যান মোঃ আবু তাহের (আনারস), বর্তমান চেয়ারম্যান আবু তাহের’র স্ত্রী মোসাঃ শাহিনুর আক্তার (মোটর সাইকেল), সাহেরা বেগম (ঘোড়া), মোঃ তাজুল ইসলাম ফারুকী (হাত পাখা)।

৬নং ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫জন ঃ শাহনাজ পারভীন (নৗকা), নৌকা প্রতীকের শাহনাজ পারভীনের সৎ ছেলে মোঃ আল মামুন বাবু (২টি পাতা), নৌকা প্রতীকের শাহনাজ পারভীনের ভাসুর বর্তমান চেয়ারম্যান খন্দকার এম,এ,সালাম (আনারস), নৌকা প্রতীকের শাহনাজ পারভীনের ভাসুর বর্তমান চেয়ারম্যান খন্দকার এম,এ, সালাম’র পুত্র খন্দকার মোঃ ফখরুল ইসলাম (কাপপিরিচ) ও খন্দকার মোঃ মজিবুর রহমান (মোটর সাইকেল), ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান মাসুদ (দোয়াত কলম), ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম (ঢোল), মোঃ দেলোয়ার হোসেন (ঘোড়া), মোঃ জহির হাসান (চশমা), মোঃ আলেক মিয়া (টেবিলফ্যান), মোঃ আবুল বাশার খান (লাঙ্গল), মোঃ এরশাদ মিয়া (টেলিফোন), মোঃ সাম মিয়া (অটোরিক্সা), মোঃ সাদ্দাম হোসেন (রজনীগন্ধ্যা), মোঃ দেলোয়ার হোসেন (হাতপাখা)।

৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন ঃ বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার (নৌকা), মোঃ নুরুল আমিন (চশমা), মোঃ দুলাল হোসেন (ঘোড়া), মোঃ জাকির হোসেন শাহীন (আনারস), মোঃ আব্দুল কাদের (হাত পাখা)।৮নং জাফরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন ঃ মোঃ আনোয়ার হোসেন (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন (চশমা), মোঃ জাহিদুল আলম (আনারস), মোঃ মোশাররফ হোসেন (ঘোড়া), মোঃ জাকির হোসেন (মোটরসাইকেল), মোঃ মফিজুল আলম খান (লাঙ্গল), মোঃ সিরাজুল ইসলাম (রজনীগন্ধ্যা) এইচ, এম, এম, কে রহমান (হাতপাখা)।

৯নং গুনাইঘর(উত্তর) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন ঃ মোহাম্মদ মুকবল হোসেন (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম (আনারস), মোঃ আলী আজ্জম স্বজল (ঘোড়া), মোঃ আবুল কালাম আজাদ (চশমা), গাজী আব্দুল্লাহ-আল মামুন (টেবিলফ্যান), মোঃ নজরুল ইসলাম (টেলিফোন), মোঃ কাউছার আলম (অটোরিক্সা), মোঃ শাহজাহান মিয়া (গোলাপফুল), মোঃ শাহাদাত হোসেন (মোটরসাইকেল), মোঃ কামরুল হাসান (হাতপাখা)। ১০নং গুনাইঘর (দক্ষিন) ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন ঃ আওয়ামীলীগ কুমিল্লা(উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম খান (আনারস), মোঃ এরশাদ সরকার (লাঙ্গল)।

১১নং রাজামেহার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন ঃ বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), মোঃ জাহাঙ্গীর আলম তহশীলদার (আনারস), মোঃ জসীম উদ্দিন সরকার (চশমা), মোঃ ইকবাল হোসেন সিকদার (ঘোড়া), মোঃ কামরুল হাসান (হাতপাখা)। ১২ নং ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন ঃ বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভূইয়া (নৌকা), মোঃ জালাল উদ্দিন ভূইয়া (মোটর সাইকেল), মোঃ হানিফ খান (ঘোড়া), মোঃ গোফরান (চশমা), মোঃ বাহাদুর (টেবিলফ্যান), মোঃ আবুল কালাম আজাদ (টেলিফোন), মোঃ মাহাববুর রহমান (রজনীগন্ধ্যা), মোঃ আক্তার হোসেন (লাঙ্গল), মোঃ হাবিবুর রহমান (আনারস), মোঃ হারুন-অর-রশিদ (অটোরিক্সা), মোঃ রুহুল আমিন (হাতপাখা)।

১৩নং ধামতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ঃ মোঃ জসীম উদ্দিন (নৗকা), বর্তমান চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠু (আনারস), মোঃ জাহাঙ্গীর আলম চৌধূরী (চশমা), মোঃ মিজানুর রহমান চৌধূরী (লাঙ্গল), মোঃ আব্দুল হালিম (হাতপাখা)। ১৪নং সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ঃ অধ্যাপক মোঃ হুমায়ুন কবির (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম (মোটর সাইকেল), মোঃ জসীম উদ্দিন (আনারস), মোঃ তাজুল ইসলাম (ঘোড়া), মোঃ আলমগীর হোসেন (হাতপাখা)।১৫নং বরকামতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন ঃ বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (নৗকা), মোঃ মিজানুর রহমান (আনারস), মোঃ মাহবুব আলম ভূইয়া (চশমা), মোঃ লুৎফর রহমান (মোটরসাইকেল), মোঃ হারুন-অর-রশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD